তারিখ ঃ ৩১-০৭-২০২৩ ইং ।
কেমন হওয়া চাই যৌবন ? ?
রচনা কাল - ০১/১২/২০২২ ইং ।
শরীফ নবাব হোসেন ।
যৌবন ঘুরবে মৌবনে
বাসরের ফুল শয্যায়
প্রেয়সীর হাত ধরে সময় কাটাবে পার্কে
সৈকতে সূর্যাস্তে আনন্দ বিহার
শরৎ হেমন্ত শীতের আমেজে
শিশির ভেজা পথে
কপোত কপোতী র মধুর ভ্রমন
আশাহীন লক্ষ্যহীন অলসতায় জীবন যাপন
এরই নাম নয় শুধু
যৌবন ?
ঐ যৌবন নয়তো যৌবন –
অসৎ নেতার পেছনে ঘুরঘুর
মন্দ লোকের অন্ধ চাটুকারীতা
মূল্যবোধহীন ব্যক্তির নিরলস মোসাহেবি
চরিত্রহীন লোক বা নেতার পা চাটা
অর্থ-সম্পদের নেশায়
অবৈধ অনৈতিক অন্ধকার পথে পা বাড়ানো
নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে
যে কোন অন্যায় অপরাধ মূলক কাজে লিপ্ত হওয়া ।
এ যৌবন ই সোনালী বর্ণালী যৌবন ঃ
বয়স শিক্ষা যা হোক
যার থাকবে নীতি নৈতিকতা
মূল্যবোধ ও সৎ আদর্শের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা
সব কাজকর্মে সততা ন্যায়নিষ্ঠতা
খাঁটি দেশপ্রেম ও মানবতাবোধ
( স্বার্থান্বেষী রাজনৈতিক দল ও নেতার লেজুরবৃত্তি মূলক নয় )
সত্য কথা বলার সৎ সাহস
নিঃস্বার্থ ও আদর্শবান মানুষের পথ অনুসরণ করা । ।
এ যৌবন ই জীবনের মূল্যবান যৌবন ঃ
যাতে অক্ষয় আছে -
অন্যায় অবিচার অপরাধকে
অন্তর থেকে ঘৃণা করার স্বভাব
মানুষ ও মানবতার প্রয়োজনে
থাকে ঃ সাড়া দেবার দৃপ্ত অঙ্গীকার
কল্যাণময় কাজে সদা উজ্জীবিত
এসব আলোক উজ্জ্বল গুণাবলী
যাদের আছে তারাই যৌবনের অধিকারি
এবং
স্বর্ণালী যৌবন কেবল তাদেরই ! !
সৎ মানুষকে মর্যাদার আসনে বসানো
সততার সাথে নিবিড় সখ্যতা
দুষ্ট চরিত্র ও অমানুষের সঙ্গ ত্যাগ
কোনভাবেই না হওয়া অশুভ শক্তির ধ্বজাধারী
হওয়া চাই সত্য সুন্দর ও মহৎ এর পূজারী
তাতেই হয় যৌবন নামক পূত জিনিস টি
জীবনের হীরক খচিত কাণ্ডারী । ।
শরীফ নবাব হোসেন ।