তারিখ ঃ -–০১/0২/২০২৩ ইং ।
ঃ – গগনের চাঁদ তারা ! !
শিশুরা কাননের তাজা ফুল
আকাশের উজ্জ্বল চাঁদ তারা
মহীতে তারা ছড়ায় আলো
এদের সবাই বাসে ভালো ।।
ছোটরা পড়বে শিখবে জানবে
অসাধ্যকে সাধন করতে পারবে
জ্ঞান বিজ্ঞান , সু-শিক্ষা করবে অর্জন
সকল অসৎ পথকে করবে বর্জন ।
মণিরা খেলবে হাসবে দৌড়াবে
সমাজে মনোরম ফুল ফোঁটাবে
দূরে সরাবে অন্যায় , অসত্য , অবিচার
দেশে বয়ে আনবে শান্তি ও সুবিচার ! !
কচিকাঁচা রা মা-বাবা , বড়দের কথা শুনবে
সময় মত নিজ নিজ কাজ করবে
নিয়মিত পাঠশালে করবে পড়ালেখা
আদর্শ মানুষ হয়ে সঠিক পথের দেখা ।
ছোট্ট সবুজেরা ; দেশ-জাতির আগামী কর্ণধার
হবে সৎ কর্ম , সদ-গুণের আধার
বড় হয়ে করবে মানুষের উপকার
তারাই – সুচারু ও মহৎ কাজের মহৎ রূপকার ! !
শরীফ নবাব হোসেন ।