তারিখ ঃ - 06 /04/2023 ইং ।
জীবনের গতি ? ?
জীবন ------------
কখনো মেঘে থাকে ঢাকা
কখনো ভানুর রঙীন আভায় হাসা
সময় সময় বারীশের জোয়ারে ভাসা
কালের চাকায় গভীর সমস্যায় ঠাসা
আবার মসৃন জীবনে ফিরে আসা !
জীবনে আসে ---------
বাধা বিপত্তি দুঃখ-দুর্দশা
জয়-পরাজয় , উত্থান-পতন , হতাশা
ঘটে চলে বহু রকম ঘটনা তামাসা
তবুও ; অন্ধকার পথে পা না বাড়িয়ে
এগোবে নিয়ে- আলোর স্বপ্নময় প্রত্যাশা ।।
জীবনে -------------
যতই আসুক ভাঙাগড়া
বিপদ-আপদ , অতৃপ্তি অপ্রাপ্তির ছায়া
হোক মায়া-মমতা , সুখ , ভালোবাসা হারা
যতই হোক বন্ধুর পথ চলা
মানুষের কাজ – নিরলস সত্যের সন্ধান করা ।
জীবনের উত্তরণ --------------
সরল সঠিক পথে চলে
শুভ্র ললিত বিশুদ্ধ ভাবনার আরাধনায় মজে
জ্ঞানী-গুণীর উপদেশ ও আদর্শে জীবন গড়ে
ধৈর্য ও নিষ্ঠার সাথে সৎ কর্ম করে
অন্যায় অসত্য অশুভের পূজারী না হয়ে ।।
শরীফ নবাব হোসেন ।