তারিখ  : -  ১৬-০২-২০২৪  ইং ।

ধারার  সারা  
ধারার   ধারাপাত  । ।

শরীফ   নবাব   ঠোসেন  ।

আনন্দ ধারা
আলোকধারা
বারিধারা
ঝর্ণাধারা
শান্তি ধারা
প্রেমের ধারা
প্রীতিধারা
স্মৃতি ধারা
অশ্রু ধারা
গীতি ধারা
সুরের ধারা
কিরণ ধারা
মায়ার ধারা
বেহেশত বা স্বর্গীয় ধারা । ।

ধারাপাতের ধারা
গণিতের ধারা
রাজনীতির ধারা
সমাজনীতির ধারা
আইনের ধারা
শিক্ষার ধারা
পারিবারিক ধারা
আরো কত কী ধারা  !

কিছু কিছু ধারা -
প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত
দর্শনীয়  নন্দিত
অপূর্ব তার প্রকাশ
সকলের কাছে প্রিয়
এবং
সেগুলো আল্লার দান
বা স্রষ্টার শাশ্বত
কমনীয় অর্পণ   ! !

কিছু  ধারা
মানুষের সৃষ্টি  ।
এ ধারা
উল্টে গেলে
পাল্টে গেলে
রং বদলালে
সত্য বিবর্জিত হলে
খাটিত্ব নষ্ট হলে
বিকৃত হলে
অমানবিক হলে
অবৈধ উপায়ে  হলে
তার আর --------------
থাকে না সৌন্দর্য
থাকে না মোহনীয়তা
থাকে না পবিত্রতা
হারায় জনপ্রিয়তা
কাজে লাগে না মানুষের
সেটা হয় নিন্দিত
থাকে না শান্তি
বরং তা হয় যত
অশান্তির কারণ  ।।

সুতরাং আমরা ------------
সকল ধারায়
প্রকৃত ও বাস্তব
সত্য ও নির্মল
বৈধ ও গ্রহণযোগ্য
দৃষ্টি নন্দন
ও অনিন্দ্য ধারা
রাখব বজায়
দীপ্ত দৃঢ় প্রতিজ্ঞায় । ।

শরীফ   নবাব   ঠোসেন ।