তারিখ : - ১৩-০২-২০২৪ ইং ।
বেশীর মারপ্যাঁচে জীবন অতিষ্ঠ ! !
শরীফ নবাব হোসেন ।
বেশী চাই
বেশী খায়
বেশী পাব
বেশী খাব
বেশী চাওয়া
বেশী পাওয়া
বেশী অর্থ
বেশী সম্পদ
বেশী গাড়ি
বেশী বাড়ি
বেশী সুখ
বেশী স্বাচ্ছন্দ
বেশী আনন্দ
বেশী রঙ্গ
বেশী সবকিছু
ছুটি বেশীর পিছু । ।
বেশী নাম
বেশী দাম
বেশী ক্ষমতা
বেশী দাম্ভিকতা
বেশী অহংকার
বেশী অলংকার
বেশী চাটুকারিতা
বেশী লৌকিকতা
বেশী তোষামোদি
বেশী সুযোগ সুবিধাদি
বেশী আমার
আমি বেশীর ।।
বেশী আরাম
বেশী আয়েশ
বেশী চাহিদা
বেশী খায়েশ
বেশী লোভ
বেশী ভোগ
বেশী আকাঙ্ক্ষা
বাজায় বেশীর ঢংকা
বেশী ক্ষুধা
বেশী স্পর্ধা
বেশী চালাক
বেশী ধূর্ত
বেশীতে তুষ্ট
বেশী না হলে রুষ্ট ! !
এভাবে বেশীর জ্বালায়
আমরা বেহুশ
বেশীর চিন্তায়
মারি ঢুস
বেশীর জন্য
বাড়ে অশান্তি
বেশীর মায়াজাল
কেড়ে নেয় প্রশান্তি
বেশীর ভাবনায়
ঘুম হারাম
বেশী বেশীর প্রত্যাশায়
নষ্ট জীবনের আরাম
বেশীর পাপে
জীবন অন্ধকার
বেশীর চাপে বেশীর মোহে
জুটবে জাহান্নাম ? ?
শরীফ নবাব হোসেন ।