তারিখ : - ০৯/০২/২০২৪ ইং ।
বাংলার নিসর্গ রূপ ! !
শরীফ নবাব হোসেন ।
বসন্তে কোকিল
পরপুষ্টের কুহুতান
শরতের কাশফুল
শুভ্র কাশফুলের দোলা
শীতের কুয়াশা
কুয়াশার মায়াবী ধোঁয়াশা
হেমন্তের ঝলমলে শিশির
জোনাকির আলোর মিছিল
সোনালি পাকা ধান
ধান কাটার গান
হরেকরকম ফলের ঘ্রাণ
পিঠা পায়েস জাগায় প্রাণ
আষাঢ় শ্রাবণের বারিধারা
ভাবুক হৃদে দেয় নাড়া
সবুজে ভরপুর ফসলের মাঠ
কোলাহলে সরব নদীর ঘাট ।।
ধান শস্যশালা পান সুপারি
তারা পারিজাতে বাংলার বাহারি
নদীর জোয়ারে নৌকা সাম্পান
মন মজে পল্লীগীতি ভাটিয়ালি গান
নদীর পাড়ে বটতলায় গ্রামীণ মেলা
রকমারি পণ্যে আনন্দের ভেলা
মোরগ লড়াই , গরুর লড়াই , সার্কাস
এমন স্ফূর্তি কোথায় পাই
সপ্তাহে গাঁয়ের হাট
তরতাজা জিনিসে ভরে মাঠ
শৈল তটিনী বন বনানী চা বাগান
রূপ জৌলুসের আদান প্রদান
ঋতুর বদলে সৌন্দর্যের বদল
চমকিত হয় বাংলার আদল
এ দেশ মাতার সহস্র স্বরূপ
হৃদয় মাতে মানুষের বুক ! !
শরীফ নবাব হোসেন ।