তারিখ - ১১-০৭-২০২৩ ইং ।
অন্তীম দিনে ঃ
রচনা কাল - ২৭/১১/২০২২ ইং ।
শরীফ নবাব হোসেন ।
জীবনের শেষ দিনে
চলে যাবো তুমি বিনে
নেবো না কিছু কিনে
পথিক আমি একাকী সংগোপনে ।
অন্তিম দিবসে -----------
যাবো এপার থেকে ওপারে
যা ছিল সবকিছু ছেড়ে
আনন্দ মায়া-মমতার বন্ধন
সে দিবাতে চলবে খানিক ক্রন্দন ।
সবার জীবনে আসবে একদিন
এ দিনটা ধরাধামের শেষ দিন
সেদিন শুধু মানুষ টাই নেবে বিদায়
আর সব রেখে যাবে দুনিয়ায় ! !
এ নশ্বর জগতের খেলা হবে সাঙ্গ
অবিনশ্বরের টানে- ভাংলো সমস্ত রঙ্গ
শেষ অহ্নে হবো চিরতরে নিঃসঙ্গ
সকল কর্মকাণ্ড হয়ে যাবে বন্ধ ।
আমাদের আয়ু খুবই ক্ষণস্থায়ী
ইহ কালের কোন কিছুই নয় স্থায়ী
এখানেই পার্থিবের হিসেব-নিকেশ শেষ
শুরু হবে অনন্ত সরণির লেশ ? ?
শরীফ নবাব হোসেন ।