কবিতা: সত্য ভালোবাসা
কে বলল ভালোবাসা বেঁচে নাই?
আমিত দেখি নগরীর ঘরগুলোর জানালায়-
জ্বলে থাকা আলো মধ্যরাতেও শুনিয়ে যায়
ভালোবাসার গল্প।
শোন,সেই ভালোবাসার গল্পটা এক বাবার,
খোকা ছিল যার সবটা জুড়ে,
খোকাটার হাসি,আধো আধো কথা,আর-
অকারণ আবদারে,
স্বর্গ দিত ধরা অগোছালো ওই
অভাবের সংসারে।
রাতের আধার যেমন নামে সাঝের আলোয়
তেমনি একদিন মৃত্যু দিল হানা স্বর্গটাতে এসে,
স্বর্গ মিলালো ধুলোয়,
সুখগুলো সব নীল হল কষ্ট নামের বিষে।
এরপরতো একটা একটা দিন করে কাটলো অনেক বছর,
একটা একটা তুলির আঁচড়ে রঙিন হল ধূসর,
পৃথিবী এগিয়ে গেছে অনেক দূর পুরনোকে পিছনে ফেলে,
কেবল বোকা বাবাটা আজও আছে বাধা খোকার স্মৃতির আচলে।
আজও খোকা আছে মিশে প্রতি দীর্ঘ শ্বাসে,
স্বপ্নঘোরে আর বেদনার কান্নায়,
খোকা আছে বেচে নির্ঘুম রাতে,
নিবিড় ভালোবাসায়।
এই ভালোবাসা হয় যদি মিছে,
তবে জেনো আজ সত্যি বেচে নাই।
♦মাঝে মাঝে কিছু কবিতা লিখতে অনেক লম্বা সময় লেগে যায়।এই কবিতা লিখতে সময় লাগছে ২ রাত।তবুও মন মতন হয় নাই কবিতাটা।যা ফিল করছি,যা মনে আসছে তা ছন্দে আনতে পারি নাই।যাই হোক কবিতাটার প্রতিটা লাইন অনেক ফিল করে লিখছি।