"হুজুর দয়ার শরীর"
উজির বলে জাঁহাপনা,
রাজ্য গেল জলে,
মূর্খেরা সব এবার নাকি
দাঁড়াবে মাথা তুলে!!
দেশটা নাকি হুজুর ওদের
নিজ রক্তে গড়া,
এই নদী ক্ষেত বন ফসলের
মালিক নাকি ওরা।
এটুকু নয় হুজুর শুনুন
আরো আছে বাকি,
এতকাল নাকি আমরা ওদের
দিয়ে চলেছি ফাঁকি,
অত্যাচারীর মুখোশ ওরা
বলছে দিবে খুলে,
হাকিম যারা,তাদেরই এবার
পুরবে ভরে জেলে।
বেয়াড়াগুলোর হুজুর দেখুন
কেমন বেড়েছে বাড়?
ইচ্ছে করে গুড়িয়ে দি সব-
চামারগুলোর হাড়।
আপনার দিকে তাকিয়ে কেবল,
করিনা কিছু ওদের,
নাহয় ঠেংগিয়ে জাগিয়ে দিতাম,
চেতনা দন্ড বোধের।।
চিন্তায় ভীষণ পরে কি গেলেন
হুজুর ওদের নিয়ে?
গলা কি তবে শুকিয়ে গেল,
গরীবগুলোর ভয়ে?
শুনুন হুজুর,আমিত আছি,
ভাবনার কিছু নাই,
কি ওষুধে কি রোগ সারে
আমার আছে জানাই।
গরীবগুলোর এই অসুখের
পথ্য পেটে লাথি,
থালের ভাত ফুড়োলে ঠিকই
বদলে যাবে মতি।।
ওরা হুজুর পথের ধুলো
মাড়িয়ে চলতে হয়,
ধুকে ধুকেই মরতে শুনুন
ওদের জন্ম হয়,
আমি আছি পাশে হুজুর,
আপনার নাই ভয়,
হুজুর মোদের দয়ার শরীর,
আপনার হোক জয়।।