সব কিছু যে তোমার প্রভু
আমার কিছু নাই
কি মায়ায় বান্ধিলা তুমি গো বন্ধু
বন্ধু দয়াময়।
সারা জীবন চাইয়া থাকলাম
তোমারই আশায়
কত নিঠুর খেলা দেখলাম গো প্রভু
দেখলাম তোমার দুনিয়ায়।
কাউরে তুমি মুকুট দিলা
ময়ূর সিংহাসন
তাহার অন্তর ভরিয়া গেল গো প্রভু
প্রভু মিথ্যা আলাপন।
মিথ্যার ব্যাসাতি লইয়া
চালাইলো গাড়ি
সেই গাড়িতে শাওয়ার হইলো গো বন্ধু
বন্ধু হাজার নর নারী।
এইসব দেখিয়া প্রভু
চক্ষে আসে জল
মিছে মায়ার দুনিয়া দারি গো প্রভু
প্রভু কেন এত ছল?
সারা জীবন চাইয়া থাকলাম
তোমারই আশায়
কত নিঠুর খেলা দেখলাম গো প্রভু
প্রভু তোমার দুনিয়ায়।।