রুপ তার দেখেছি কতবার ...,
আসলে দেখিনি একবারও
শুধু চেয়ে থাকা নিষ্ফল দৃষ্টি।
মন তারে ধরেনি একবারও,
শুনেছি রুপসি সে
জালে পড়া রুপালি ইলিশ,
নিত্য দিন সাতরায়
আমার চোখের মোহনায়
মাকাল ফল কত ভেসে যায়
কে তারে চিনে রাখে?
অভিকর্ষ মহাকর্ষের খেলায়
সে আজও শিশু,
কপালে ধ্রুব জোটেনি
তাই সে খোঁজে একালের আইনস্টাইন।
যে কিনা তত্ত্বে ধ্রুব লাগিয়ে ই
বলবে E=mc2
আর বিগ ব্যাং দিয়েই যার যাত্রা শুরু।
কিন্তু একি! সে যে দ্রুত দুরে সরে যাচ্ছে!