জীবনের কথকতা, সফলতা ডুবে যায় সূর্যের মতন
ক্ষনে ক্ষণে, দুঃখের নদীতে সাঁতরায় মন
সুখ দুঃখের খেলা, ভাঙ্গা গড়া চলে আজীবন
এই হাসে এই ভাসে, আষাঢ়ের ঢলের নাচন
এই কাঁদে পির পিরা, ঝির ঝিরা বৃষ্টির ক্ষণ।

সূর্য ডুবে গেছে, ঐ ঘাটে বহু ক্ষন আগে
তারাদের দেখা নেই, যত দূর চোখ যায় চলে
আকাশের এক কোণে, চাঁদ আছে ঝুলে
অনুসূয়া মনের সাথে, শুঁয়োপোকা কত কথা বলে।

জীবনের ক্ষণ গুনি, গান শুনি রয়ে যায় রেশ
হারানো দিনের কথা, স্বপ্নের মাদকতা হয় না যে শেষ।
মাথার ভেতর ফাঁকা, ঘুন পোকা বেধেছে যে বাসা
কুরে কুরে খায়, যখনই সময় পায়,
তবুও জীবন চলে, শেষ হয়ে যায় না যে আশা।