ছোট্ট পায়ের ছন্দ ঘোরে এঘর থেকে ও ঘর
মনের কোণে জমে কত প্রশ্নের মেঘ
পায়না যে উত্তর।
স্বপ্ন গুলো যত্নে বাঁধা মেঘের ভেলায়
ভেসে ভেসে কত রঙে হাসে।
দিন ফুরোলে নটে গাছটি
ঘুমায় মনের ভেতর।
রাত ফুরোলে শিশির ধোয়া ভোর,
প্রশ্নগুলো আজো ঝোলে মনের বকুল শাখে
বড় হওয়ার পথের বাঁকে প্রশ্ন কত যায় হারিয়ে
গন্ডি ছেড়ে উড়াল দিয়েও মেলেনা উত্তর।
প্রশ্ন কিছু যায় যে মুছে অদৃশ্য বাতাসে,
সন্দ্ধ্যা তারার পিছে, ধুমকেতু আকাশে
উথাল পাথাল স্বপ্ন পুরি উড়ে
মনটি তবু খুঁজে ফেরে কোথায় সে উত্তর?
একদিন যে উঠবে জেগে বসন্ত প্রভাত
ঝর ঝর ঝর জল ঝরাবে মনের জলপ্রপাত,
ফুল ফুটবে পাখী গাইবে চোখ মেলে সে দেখবে নিরন্তর
উত্তর গুলো বৃষ্টি ধারায় ঝরছে মনের ভেতর।