অদ্ভুত পালক তার ধব ধবে সাদা
গ্রীবা খানি ধান কাটা কাঁচির মতন
লম্বা চঞ্চু হয় হলুদ বরন
অথবা কালো বা কমলা মেরুন
বাঁশ ঝাড়ে বাসা, চোখ সতর্ক সর্বদা।
ধারালো নখর আর লম্বা পা জোড়া
শূন্যে ভাসা উড়াল দেখে চক্ষু জুড়ায়
শিকার ধরতে নামে জলায় জংলায়
বিপুল ধৈর্য চোখ সময়ের অপেক্ষায়
তপস্যায় মুনি ঋষি এক পায়ে খাড়া।
সাপ ব্যাঙ মাছ পোকা বহু কিছু খায়
বুকের গহীন চরে গড়ে বসতি
সংসার বিবাগী সে যে ভীষণ একাকী
নড়ে চড়ে বক পক্ষী ওড়ে দিবা রাতি
ধরতে পারি না তারে শুন্যেতে মিলায়।