মাথার উপর আকাশ ছিল
হাওয়ায় চড়ে আকাশ যেন ডুব দিয়েছে জলের আঙিনায়
পায়ের নীচে সাগর ছিল
মাটির ছোয়ায় সাগর যেন উঠলো ভেসে চাঁদের জ্যোৎস্নায়।

পাখ পাখালির ঘর ছিল
দুজন বাসা বেঁধে ছিল মধ্য দ্বীপের নির্জন চরায়
সংসারে সুখ শান্তি ছিল
চক্ষু ভরা স্বপ্ন ছিল প্রজাপতির রঙের ডানায়।

আমার সাধের জীবন ছিল
জীবন যেন উঠলো দুলে ঝোলানো দোলনায়
ভরা গাঙে জোয়ার ছিল
জোয়ার যেন উছলে ওঠে তোমার চোখের সাগর মোহনায়।

তোমার মুখে হাসি ছিল
হাসি যেন বাঁধন ভাঙে তোমার চোখের দুষ্টু ইশারায়
জলের ঘেরে নৌকা ছিল
মাঝি যেন জলের মাঝে ছলাৎ ছলাৎ বৈঠা বেয়ে যায়।

তোমার গলায় গান ছিল
সুর ছিল তার শিরায় শিরায় মনের বেহালায়
আকাশ ভরা তারা ছিল
সুর গুলো সব তাল হারিয়ে হারিয়ে গেল তারার মেলায়।।