জীবনের মেঠো পথ চারিধার সবুজে ঢাকা
ঐ সুদুরের গ্রাম আকাশটা কিঞ্চিত মেঘ ময় বেশি টাই ফাঁকা
সবুজ আর বেগুনী রং পাশা পাশি হাঁটা
সাঁঝের স্মৃতিগুলো কখনো ঝলমলে কমলা লাল
কখনো অমলিন চকচকে সাদা...।
জীবনের ঝরা পাতা
হেমন্তের কিনার ধরে
শীতের বিকেলে দৌড়ায় শির শির।
মনের গহীনে ভাঙ্গে আশার বসতি গুলো
সমুখের খরস্রোতা নদী গুলো ধীরে ধীরে হয়ে যায় স্থির।
জীবনের গাওয়া গান বাতাসে মিলিয়ে যায়
কিছু পাখী নিজ ঘরে ফেরে না কোন দিন।
আকাশ কি মনে রাখে তারাদের মিটি মিটি আলো,
দিন শেষে সূর্যের পেলব আলো ধীরে ধীরে হয়ে যায় ক্ষীণ।
জীবনের স্মৃতিগুলো কোথায় লুকিয়ে থাকে
সজনের ডালে মাছরাঙ্গা স্বপ্নগুলো নড়ে চড়ে ধীর।
জীবন সায়াহ্ন বেলা ফেলে রেখে সব খেলা
খেয়া পাড়ি দিতে হবে হাতছানি দিয়ে ডাকে মোহনা র তীর...।