বৃষ্টিতে ভেজা পথ তবুও সে পথ ধরে চলি
বুনো পথ ঢাল বেয়ে নেমে যায় খানিক বলয়
অতঃপর সমতল ছুঁযে যায় দিগন্ত রেখার দীপাবলী
জঙ্গলের ও পাশে ছোট্ট যে গ্রাম তারই প্রান্তে তোমার আলয়।
আকাশে চোখ রেখে মনে হয় কতদিন দেখিনি তোমায়
দুরন্ত মেঘের মত মনের ক্যানভাসে আল্পনা আঁকে মহাশয়
জানি তুমি আগের মত আর পথ চেয়ে থাকনা আমার
আমারে করে গেছ শূন্য খাঁচার অবিন্যস্ত পাহারাদার।
হৃদয়ের সাত রঙা চেতনার রং খুঁজে দেখি
ধুসর মেঘের মত আমি আজ ভীষণ একাকী।