রাত ভর থেমে থেমে ঝরেছে ফ্লারিস
কি নিঃশব্দ শুভ্র ধবল জমে আছে চারিধার
যেন ধুনকরেরা ধুনেছে তুলো রাতভর।
আবহাওয়া জানাচ্ছে চলবে সারাদিন,
মনটা কেমন গুমোট হয়ে আছে।

চারিদিকে শুধু ধবধবে সাদা, তবুও মনের ভেতর
সাদা বকে দের মেলা, কোদাল হাতে ক্ষেতের আলে
দাঁড়িয়ে কৃষক, দিগন্তের পানে চেয়ে ভাবছে হয়তোবা
কৃষাণী তাহার, গুন গুনিয়ে সিলাইতেছে কাঁথা।

বকেরা ব্যস্ত শামুক কাঁকড়া ব্যাঙের খোঁজে
কৃষকের দু ইঞ্চি ডোবা জলের মাঠে।
ঐ দেখা যায় তাল গাছ ঐ আমাদের গাঁ
ব্যাস্ত বকেরা ভাবছে কি তা?

চোখ বুজলেই আমার চোখে ভাসে
তাল গাছে বকেদের বাসা, পান্তা নিয়ে
কৃষাণীর মাঠে যাওয়া, পুটির খোঁজে
জলায় জংলায় বকে দের ত্রস্ত সময়
সবুজ মাঠে রোদের খেলা
আহা! ঐ তো! ঐ আমাদের শান্ত স্নিগ্ধ গাঁ।