আমাদের সময়গুলো চলে যায়
অবহেলায় কুমারী মেয়েদের মত,
ধারাপাতের স্লেটে রেখে যায় না
কোন গভীর ক্ষত, যায় কি?
ললনার বক্ষ বন্ধনী র মত
বেধে রাখা যায় না তারে
গোপনে চুপি সারে।
আলেয়ার পিছে ছোটা এ জীবন
সময়ের ঘানি টানে
আকাশের শাখা নদী মিলে যায়
নক্ষত্রের প্রান্তরে।
মিলকি ওয়ের আলোর ঝলকানি দেখি
শূন্য আকাশের পানে চেয়ে।
তরুনি’র কাঁপা ঠোঁট
সেই কবে কোন কালে
রেখেছিল সময়ের স্বাক্ষর
তক্ষকের গালে
তা কি ছাই মনে আছে?
আমাদের সময়গুলো, আহা! আমাদের সময়
শেষ হয়ে যায় দ্রুত
ফারাক্কা বাঁধের বিপরীতে শুষ্ক বালুচরে
রাখে না কোন প্রমাণ
আমি যে ভালো বেসেছিলাম তারে।