হতাশার আর এক নাম, অন্ধকার অবিরাম কুচ কুচে কালো
সেদিন শুরুতে ঠিক, হারিয়ে দিক বিদিক আকাশের জন্ম দিন ছিল।
অত পর অকস্মাৎ আকাশ হেসেছিল, কোথা থেকে এলো এত আলো?
আকাশ রাঙিয়ে দিয়ে, বলশেভিক বিপ্লব ছেয়ে
রেড আর্মি ঘায়ে একনায়ক দাবড়িয়ে সাম্যবাদ ছড়িয়ে গেল।

চোখ মেলে দেখেছ কি কখনো সূর্যের অতনু গ্রহণ
কলঙ্কের নিকোটিন, কালো চোখের কোন, একরাশ ছল
অকৃত্রিম হতাশার ছাপ, যেন পুলছেরাতের রাত
বিস্মৃতির পদ্ম পুকুর, প্রায় ভর দুপুর নেই কোন জল
কি নিয়ে যাব ওপারে, আহারে আহারে হৃদয় কুপোকাত।

এইসব হতাশার দিন, শেষ হয়ে যায় ক্ষীণ আলেয়ার আলো
শীতের কাঁথার নীচে জোড়াতালি দিয়ে হাসে
আশার ঘর করে জীবনের কিয়ামত, কি যে লাগে ভালো
ইতিহাস আড়ালে গিয়ে এদিক ওদিক চেয়ে চুপি চুপি কাশে।

তবুও এ জীবন, বেঁচে থাকে বিলক্ষণ হতাশা আলোর ঘর করে
কে যেন নাটাই হাতে, ঘুরায় দিনে রাতে আলো দিয়ে যায় অকাতরে।