কোথায় হারায় প্রেম, আকাশে বাতাসে ভেসে উড়ে
দূর দেশে উড়ে যায়, আমাদের প্রণয়ের ক্ষণ
তোমার কোমল মন, আকাশের সাথে সাথে ওড়ে
ভেঙ্গে যায় আশাহত মন, কাঁচ ভাঙ্গা নক্ষত্রের মতন
পাখির পালক যেন, ভেসে চলে যায় বহু দুরে
রং ধনু রং মেখে, আকাশে আবীর ছড়ায়ে
কুন্ডলি পাকানো ব্যথা, হারানো কথাদের ভিড়ে
কত কথা হয় না বলা, অন্তরের গভীরে যায় রয়ে।

তবুও জীবন, বহতা নদীর মতন বয়ে চলে
কাছে থাকা তীর, ভাঙ্গনের কালে মনে হয় বহু দুরে
আধ খোলা জানালার পাশে, হেমন্তের সুঘ্রাণ আসে
ঘাটে বাধা নৌকার সারি, ওপারে সবুজ ঘাস হাসে
নারিকেল সুপারি’র বন, ফেলে যাই ঘুরে ঘুরে
মনের দহন জ্বালা মিটাবার, পাই না কোন অবসরে
যতই ভুলিতে চাই, মনে পড়ে যায় বারে বারে।