একদিন আমিও তো চলে যাব দুরে... নক্ষত্রের কিনারে
হয়তো সাথী হবে একরাশ আধার, তুলে নেবে আমারে...,
হয়তো পৃথিবীর পথে আমার শেষ পদচিহ্ন হবে নিশ্চিহ্ন,
নিমেষে ধুলার আধারে।
তবুও কি সাদা বক, দিন শেষে ধার্মিকের বেশে
খুঁজিবে আমারে স্বচ্ছ জলের ধারে, অথবা আকাশে?
হয়তো তখন আমি আর পৃথিবীর কেউ নই
ছেড়ে সব সুর, সব মায়া চলে গেছি বহু দূর,
হয়তো আর কোন দিন খুঁজব না আমি আমারে,
পৃথিবীর পারে।
হয়তো তখন সময়ের খেয়া, রাখবে না কিছুই বকেয়া
ধেয়ে যাবে চলে, সব কিছু পেছনে ফেলে,
রয়ে যাবে শুধুই আলেয়া।
হায় অঘ্রান আষাড়ের ঘ্রাণ রবির কিরণ
রুদ্র বৈশাখ ঝড়ের মাতম ঢাকের বাদ্য মন আনচান
কোকিলের ডাক হব না অবাক, পলাশ মহুয়া থাক পড়ে থাক
আমি চলে যাব দুরে বহু দুরে, অচিন নদীর তীরে
যেখানে শান্তি ঘুমায়, আমিও ঘুমাতে চাই শান্তি সুধায়...ধীরে ধীরে কালোত্তীর্ন সময় ধরে।।