ওধারে তোমরা দেখ চমচমে চাঁদ
অবারিত জ্যোৎস্না অনিমেষ ফাঁদ
মায়াবী স্বপন যেন চিক চিকে জল
উদ্বেল উপটান বনানী সকল।
ঝির ঝিরি সন্ধ্যায় আকুল নদী
মেঘেরা জ্যোৎস্না মাখে প্রত্যূষ অবধি,
প্রশান্ত লেকে র জলে কিসের মায়া?
ছলকায় অবিরত আকাশ ছোঁয়া।
আকাশ গঙ্গা নামে আলোর প্রপাত
পূর্ণিমা ঝলকায় আমাদের রাত
চাঁদ যেন ঝুলে পড়ে মেঘেদের মাঝে
বনানীরা পল্লবে জ্যোৎস্নায় সাজে...।
শহর গঞ্জে গ্রামে নিশীথের কালে
অবারিত স্নিগ্ধ আলো অকৃপণ ঢালে
পূর্ণ চন্দ্র শশী যাই তারে বলো
সেই হলো পূর্ণিমা আকাশের আলো।
আজকের সন্ধ্যায় ভরা পূর্ণিমার চাঁদ ...
অটোয়া, কানাডা।
১১ আগষ্ট, ২০২২