আজ সকালে চোখ খুলতেই দেখি
গাজা’র আগুন ইসরাইলের ঘরে
হতভম্ব শত ভয়ার্ত নর নারী
ছুটছে শুধু প্রাণ বাঁচানোর তরে
কত জন প্রাণ হারিয়েছে অকাতরে।
ভয়ার্ত কত শিশুর মুখ দেখি
জীবন্ত তবু মৃত্যুর প্রতিচ্ছবি
আহা কত মায়াময় কত না মায়াবী।
কত মানবতা পক্ষ নিয়েছে তাদের
উস্কে দিয়েছে শ্লোগান প্রতিবাদের।
আহা গাজা’র শিশুরা কত দিয়ে গেছে প্রাণ
শত শত বার দেখেছে আগ্রাসন
ভয়ার্ত কত মৃত্যু সন্ধিক্ষণ
করুণ কণ্ঠে বলে গেছে মৃত্যু কালে
আল্লাহ কে স...ব বলে দেবে সব বলে!
মানবতা কেন একপেশে হয়ে চলে?
গাজা’র শিশুর ভয়ার্ত মুখ খানি
দেখেও যারা মুখ বুজে থাকে জানি
হৃদয় যাদের একটুও টলেনি
তারা কি করে মানবতাবাদি হয়?
তাদের হাতেই মৃত্যু সুনিশ্চয়।
বলদের হাতে মানবতা ঘানি টানে
জীবন তো নয় মৃত্যুকে ডেকে আনে
জিঘাংসা আর প্রতিশোধ পলে পলে
শান্তি নয় গো হিংসার কথা বলে।
শুশিল বাবুরা নিশ্চুপ কেন রয়
তাদের কথাও শুনতে ইচ্ছে হয়।