বিধি, গোপনে দেখাচ্ছ দাপট প্রকাশ্যে না বলে...
মানুষের জীবন কি আর ঘড়ির কাঁটায় চলে?
বন্দি খাঁচায় মন পাখিটা উড়বে ডানা মেলে
সে কি আর হয় কখনো...ও, দম না ফুরলে।।
কি নিঠুর খেলা খেলিলা দয়াময় জীবন সাত সকালে
কি মায়ায় বান্ধিলা পাখির মন... বিধি খাঁচার গ্যাড়াকলে।।
খাঁচা বানাইয়া দম দিলা, ফুঁ দিয়া বান্ধিলা
বিনি সুতার চাবি কাঠি নিজ হাতে রাখিলা
ওরে দম ফুরাইলে সন্ধ্যা কালে আজরাইল আসিলে
খাঁচা ছেড়ে মন পাখী টা উড়বে ডানা মেলে।।
শূন্য খাঁচা সাদা কাফন চোখের পানি ফেলে
মানুষের জীবন কি আর ঘড়ির কাঁটায় চলে।।