ঠিকানা আমার চেয়েছ বন্ধু
আকাশের আঙিনায়।
শত সহস্র তারার মাঝে,
আকাশের ঠিকানায়।
আকাশ কি ঘোমটা পরে জ্যোৎস্না লুকায়...?
আকাশের কিণারায় মেঘের ভেলায়
কারণে অকারণে যেথা ভালোবাসা হীন প্রেম
বিদ্যুৎ খেলে যায়।
চুয়ে চুয়ে পড়ে বৃষ্টির জল
তৃষিত মনের অতল কিনারায়।
অথচ বাতাসে কান পাতলেই
শুনি ভেঙ্গে পড়া কাঁচের মতন
তারাদের ভেঙ্গে পড়ার গল্প।
ভোরের আকাশ ম্রিয়মাণ,
শুধুই নতজানু নীহারিকার গান।
গান নয় সে যেন সুদূর অতীত
কথা কয়ে যায়, কথা কয় আগুন জলের সাম্পান।
চারিদিকে দেখি পথহারা
দিশাহারাদের আকুল ক্রন্দন,
সুখ হারানোর গল্প..., যেন
আকাশ সুরে সুরে কাঁদে আর বলে
আমিও ছিলাম কোথাও কোন কালে,
তোমাদের কাছে।
তোমাদের অতীত মুছে গেছে আমারই মাঝে,
তাই আমি আর নাই।
ঠিকানা আমার চেওনা বন্ধু আমি নিরুপায়।।