আকাশে আকাশে মেঘ খোলা জানালা
শুভ্র পর্বতে ভাসে তুলার মেলা
কুন্ডলি পাকিয়ে আছে তুষার কণা
প্রাণপণ দৌড়ায় ইঁদুর ছানা।
কোটি কোটি দৌড়ায় ইলেকট্রন বন্যা।
কান পেতে শুনি বজ্র নিনাদ
ময়ূর পেখম মেলে ঝেড়ে অবসাদ
বিক্ষোভে ফেটে পড়ে সহস্র কামান
ভেঙ্গে পড়ে চৌচির সাক্ষাৎ আসমান।
আলোর ঝলকানি আঁকে আগুন আল্পনা।
গুড়ু গুড়ু মেঘ কাঁদে ছেড়ে দেয় জল
অনবদ্য খোলসে নাচে আষাঢ়ের ঢল
কোলা ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাঙ ডাকে, পাড়ে ফাল
চারিদিক সিক্ত কাদা মাটি জল।
সে কেমন আচরণ জানে লা নিনা।
অকাতরে বেড়ে ওঠে ফুল ও ফসল
চঞ্চল কই শিং মাগুরের দল
গড়ানো জলের স্রোতে বিপরীতে চল
যেতে হবে সেই পথে কানকোই সম্বল।
এঁকে বেঁকে হেটে চলে গন্তব্য অজানা।
স্রোতের বীপরিতে আমরা চলিনা
আমাদের গন্তব্য তাই সবার জানা
তেলা মাথা দেখে ঢালি বাটি বাটি তেল
আখের গুছিয়ে নেই সম্পদ অঢেল।
মোসাহেবি চামচামি নাপিত দলকানা।।