মানিয়ে নিই... প্রতি নিয়তই কত কিছুর সাথে
মানিয়ে নিচ্ছি..., দেশ সমাজ সংস্কার আইন নিয়ম কানুন...
রমনী সংসার প্রেম বিরহ একাকীত্ব, এমন কি নিজের শরীরের সাথে, মনের সাথে... অসুস্থ্যতার সাথেও মানিয়ে নিতে হয়।
চোখের অসুখে চশমার পাওয়ারের সাথে, রোদের আলোয় সানগ্লাসের সাথে, হার্টের অসুখে রিং এর সাথে, দুর্ঘটণায় হুইল চেয়ারের সাথে, বৃদ্ধ বয়সে হাতের লাঠির সাথে মানিয়ে নেই।
বাড়ির সামনের রাস্তায় এক পা ফেলার আগেও
মস্তিষ্কে কত সমীকরণ... পিছলে পড়ব কিনা, কোন কিছুর সাথে ধাক্কা লাগবে কিনা, যন্ত্র দানব কত বেগে আসছে
নিরাপদে পার হতে পারব কিনা... এর পর মনের সাথে
মিলিয়ে সিদ্ধান্ত নেই পা ফেলব কিনা। এটাই জীবন ... জীবনের প্রতিটা মুহুর্ত মানিয়ে নেয়াই জীবন।
ডায়াবেটিসে চিনি না খাওয়া, হার্টের অসুখে
খাশির মাংস না খাওয়ার সিদ্ধান্তটাও জীবন।
জীবন যুদ্ধে আছি...মানিয়ে নিচ্ছি পারিপার্শ্বিকতার সাথে, সরকারের সাথে, মনিবের সাথে, আয়ের সাথে, বাজার দরের সাথে, খাবারের সাথে, ওষুধের সাথে, চার পাশের ধুলা বালি তেলাপোকা মাছি মশা ক্ষুদ্রকীটের সাথে, শত্রুর সাথে মিত্রের সাথে, রাস্তায় যন্ত্র দানবের সাথে, যুদ্ধ বিমান ট্যাংকের সাথে,
পিশাচ স্বৈরাচারের চাপিয়ে দেয়া অবিচার ও হত্যাযজ্ঞের সাথে।
যখন একা থাকি তখন খেলা করি ফুল পাখি নদী পাহাড় আকাশের সাথে, শরৎ হেমন্ত বসন্ত বর্ষার সাথে,
চাঁদের সাথে।
ওরাও দেখি নিয়মের সাথে মানিয়ে চলে
অথচ কবির কলম কখনো কখনো নিয়ম মেনে চলে না!
তাই বলি -
এখন যে জীবন যুদ্ধে আছে
কবিতা লেখার এটাই তার শ্রেষ্ঠ সময়।।
-- হুশ