আমারে বেসেছিল ভাল
একগুচ্ছ আকাশ বাতাস
হয়তো তখনো লতাগুল্মের ঝোপে
ভোরের আলো নিয়ে খেলেছিল
ডাহুকির অন্ধ বিশ্বাস।
হয়তো তখনো পড়েনি ধরণীর গায়ে
কামাতুর শ্বাপদের ভ্রান্তি বিলাস।
হয়তো তখনো পথ চিনে নিতে পারেনি
দিশা হারা কচু পাতা‘র দীর্ঘশ্বাস।
কচু পাতার সাথে একফোটা
শিশিরের লুকোচুরি খেলা
এক বিন্দু শান্তিও দেয়নি আমারে
দিয়েছে শুধুই অন্তর্জ্বালা।
পথের নিশানা হয়ে
সেই যে তখন তুমি এলে
মুচকি হেসে পানকৌড়ির ছানারাও
ফেলেছিল স্বস্তির নিঃশ্বাস।
আমারে স্বস্তি দিতে আর
কেউ আসে নাই তোমার পরে
তোমারে তবু আমি ছাড়ি নাই
রাখিয়াছি বুকের ভিতরে।।