এখনো বাংলার সঘন আকাশে
নবান্নের ঘ্রাণে কার্তিকের কাক আসে
চালতার ডালে বসে ডাকে কা কা
অথচ রক্তের আদিম গন্ধে
পাগল নৃত্য করে, আদি বাসি আচরন পুরাতন ব্রা।
সময়ের কোট পিন খুলে তামাম শিকারির দল
অমাজন ঘিরে ফেলে, আল্টিমেটামের চাপে
পুরবাসি নারী ফেলে যায়, শান বাধানো পাঙাশের ঘাট
পড়ে থাকে মরীচিকা বহ্নি শিখা হঠাৎ হঠাৎ।
পড়ে থাকে সব্জির ক্ষেত, টেবিলে সাজানো খাবার
খিলজির তাড়া খেয়ে, লক্ষণ গীতি গেয়ে
ইতিহাস ফিরে ফিরে এলো কি আবার?
এখন আমি মন খুলে কথা কই তারাদের সাথে
উন্মুক্ত পিঞ্জরের পাখি মন খুলে গায় গান
ঘরের দাওয়ায় বসে খুনসুটি খেলে রূপবান্।
ধংসস্তুপের উপর বসে জ্ঞান বৃদ্ধ তপস্য ঋদ্ধ
নরম সফেদ কেশ ব্যবসায়ী বেশ, চালাচ্ছে চাঁদের গাড়ি
পথ আঁকা বাঁকা বন্ধুর, খানা খন্দে ভরপুর
পকেটে গোখরো সাপ, দিতে হবে বহু দূর পাড়ি।।