যে যাই ভাবুক
আমি হাজার জন্মের দাগ নিয়ে ঘুমুতে চাই
স্বপ্ন ভাঙ্গার স্বপ্ন নিয়ে ঘুমুতে চাই
এ জন্মে নাই হোক বেঁচে থাকা___
মরে গিয়ে চে' বেঁচে আছে চিরকাল, ক্যাস্ট্রোকে মুছে ফেলবার পৃথিবী জন্মায়নি আজও
মুজিব মেন্ডেলা রবি নজরুল যুগে যুগে কালে কালে যোগাবে উৎসাহ
ভেঙ্গে ফেলার এও এক সঙ্গীত
হাজার কণ্ঠকে জাগিয়ে রাখবার ধ্রুপদী কৌশল এক
শূন্যতা কোনো সমাধান নয়
ভালোবাসার মোহন অধিকার নিয়ে ফিরে আসে
সময়ের রাখাল
হাতে মশাল বুকে দৃপ্ত প্রত্যয়
___________________