ভুলে যেতে হয় অনেক কিছুই
ভুলে যাই শুধু ভুলে যাই
তৃষ্ণার ঘাটে খাবি খাই কত খাবি খাই
ভুলে যাই শুধু ভুলে যাই।
বেদনা শুকানো প্রেম ভালোবাসা
প্রথম প্রথম কিছু ভালোলাগা
ভুলে যাই শুধু ভুলে যেতে চাই।
হয়ত জীবনে ফাগুনই আসে নাই
হয়তবা কারো মনে পড়ে নাই
ভুলে যেতে চাই ভুলে যাই।
নদীর ঘাটের হিজলের ফুল
ভেসে যাওয়া সেই হৃদয়ের ক্ষণ
আলুথালু কেশের বালিকার মন
ভুলে যেতে চাই ভুলে যাই।