যখন দেখি ঘনঘোর নিরাশার মাঝে
ক্ষীণতর আশার আলো
বাঁচতে বড় সাধ হয়, উড়তে বড় ইচ্ছে হয়
ওই চিল দিগন্ত ছুঁতে ওড়ে যেমন সারাটি দিনভর
মনে হয় আছে কিছু জীবনেরও পর।
যখন বুঝি জীবন চলার পথ
আসছে ম্লান হয়ে
আঁধার রেখেছে ঘিরে, সকল ভালো
মনে হয়- সবকিছু মিথ্যা, মরীচীকা,
দেখছি অদূরে আলেয়ার আলো।
আহা!
তখন, জাগে না তৃষা, থাকে না মায়ার বাঁধন
ভুল বলে মনে হয়
জীবনের সমস্ত আয়োজন।
_________________________
টুঙ্গিপাড়া,