অন্ধকারে থাকি,
আলো হয়ে আলোর নিকটে কে যায়?
বাতাসে ওড়ে ধ্রুপদী জ্যোৎস্না রাত
আশার হাতে খুঁজতে থাকি রোদ
পারিনা ছুঁয়ে যেতে
আকাশ মুগ্ধতা নিয়ে চিরকাল চেয়ে থাকে
তবু্ও সাজতে থাকে নদী, মাঠ, মাঠের মানুষ।

আমাদের চারপাশে ঘিরে থাকা
প্রকৃতির অবিরাম যুদ্ধের মাঠে
আমিও ছিলাম ভবঘুরে
আমিও রোজ রাতে তারা গুনি,
স্বপ্নের কম্পাসে মেপে চলি অলেখা অতীত
পলল ভূমিতে বুনে চলি আগামীর বীজ
আশাহত হই না বলেই
বারবার চষে ফিরি প্রচেষ্টার মাঠ

তারপরও যদি বলি,
থাকি এক গুহাময় অন্ধকারে
বড্ড বেশী ভুল হবে বলে মনে হয়।