আমাকে ভীষণভাবে ভালোবাসার মানুষটি কয়েকদিন
হয় কোন যোগাযোগ রাখেনি
আমার শারীরিক পরিস্থিতি করোনা উপসর্গ নির্দেশ করে, মুঠোফোনে আমার খবর জেনে সে বুঝে গেছে আমার দরকার শেষ হয়ে গেছে তার
আসলে সে আমার স্ত্রী নয়, আমার প্রেমিকাও নয়
আমাকে ভালোবাসে, ভীষণভাবে ভালোবাসে.....
মেডিকেলে ফেলে যাওয়া লোকটার লাশ এখনো আমি হইনি, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আমার দু'টি কন্যা ছাড়া ফেলে যাবার জন্য আমার কোন ছেলে সন্তানও নেই। আমার দেহ সৎকারে একান্ত আপনার ব্যক্তিও নেই, পাড়া প্রতিবেশী অথবা কোন মুমিন মানুষ রেখে আসবে মাটির গহীনে।
পৃথিবীতে বহু মানুষ এসেছিল চলেও যায় যার যার সময় শেষে, এখনো কিলবিল করছে মানুষ
কেবল মহামারী মৃত্যুর সীমানা ছড়িয়েছে সর্বত্র ;
ভয় তাই ঘরে ঘরে রাজনীতি স্লোগান মিছিল হয়ে কাঁপাচ্ছে অনবরত
ভয় করতে করতে কবে না ভয়ার্ত মারীর ছোবলে কাবু হয়ে যাই!
কবে যে আমিও ভুলে যাই, আমাকে কেউ একদিন প্রবলভাবে ভালোবেসেছিল অথবা আমার কবিতা!
________________________
★করোনা কালীন(১০/০৭/২১)সময়ের কবিতা★