দেখেছো কখনো কেউ? অন্ধকার শেষে
ওঠেনি ভোরের সূর্য, আসেনি তো হেসে
রাতের আঁধার কভু নিয়ে গেছে ধরে
সকাল নামক কোনো আগন্তুক চোরে ?
জানি আমি,জানো তুমি,সকলেই জানে
চিরদিন  চিরকাল  চলে না সমানে
সুখ দুঃখ জীবনের চিরায়ত খেলা
হৃদয়ে ধারণ করে কেটে যায় বেলা।

মানুষ বলেই তার মনে রাখা ভালো
মানুষ সবেকে দেয় ভরসার আলো
সুখ দিনে অমানুষ ভুলে যায় সব
বিষাদের মেঘ আর স্মৃতি উৎসব
কষ্টে ভরা দিনরাতে ধৈর্য যদি আসে
নিশ্চয়ই একদিন সুখ আসে পাশে।
______________________________________
টুঙ্গিপাড়া,