যে রাষ্ট্র আবার দখলে নিতে চায় চারপায়া ষাঁড়
হিংস্র উন্মত্ততায়, বোমা আর বারুদে
ফের বানাতে চায় কবর শ্মশান
সে ষাঁড়ের মাথায় লাথি মারি শতবার
তারে জানাই সমস্বরে ঘৃণা আর ধিক্কার-
ভোলেনি মানুষ
যে রাষ্ট্রে বেপরোয়া গোবর গনেশের মগজ থেকে বেরিয়ে এসেছিল এটমের ছোবল, খুনের বাদল
মৃত্যুর মাদলে ভারী হয়ে উঠেছিল দেশের আকাশ
রক্তের মিছিলে ভেজা ছিল রাজপথ__
যে রাষ্ট্রে সন্ধ্যার চোরাগলিতে, কুপথে, কুপ্রভাবে
সঞ্চালিত হয়েছিল ঘোর অন্ধকার
সে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে
প্রোথিত ছিল এক সমুদ্র সমান মুক্তির নেশা
সে রাষ্ট্র আবার যদি দখলে নিতে চায় চারপায়া ষাঁড়
করে যদি পেছনের পথে হাঁটাহাঁটি
জানে না ওরা
মানচিত্রের উদরে সর্বদা জাগ্রত বিপ্লবের ভ্রুণ
রুখে দেবে বজ্রাঘাত, চলমান থাকবে জীবন।