চলে যাচ্ছি ,সারাটা মহল্লা ভরা আমার আত্মীয়স্বজন
তবুও যাচ্ছি , চলে যাচ্ছি আলোহীন অন্ধকারে

খেয়ে না খেয়ে পড়লাম, পড়ালাম জীবনভর ...
আজ কোন কাজ নেই__
                না আমার.. না সম্তানের..
মেধার বসতি গড়তে দিলো না দেশ রাষ্ট্র রাজনীতি
বুঝলো না, প্রত্যাবর্তন করছে মধ্যযুগ
সামনের দিন আসছে ভয়ংকর.....

একটা জলসিঁড়ি দরকার
আকাশ ভেঙে উঠে যাবো আলো অন্ধকারে
বেরসিক ঈশ্বর, প্রতিদিন সাপলুডোর ছলে আমাকে
নামিয়ে দিচ্ছে ক্রমাগত অজগর ফুটপাতে

এখানে ভালোবাসা বলে কিছু নেই, বোবা আর্তনাদ
ওই তো অদূরে প্রিজন ভ্যান
এবার না হয়, চলে যাবো ভিন্ন লোকান্তর