জীবনের এই রঙে এসে,
কত আর দেখবো রঙের বাহার
জীবন তো জীবনের কাছে
নিত্য বয়ে চলে, তাতে কী যায় আসে কার ?
এই চলা এই বলা এই জীবনের চারিধার
কখনো আলোয় ভরা, কখনো ঘোর অন্ধকার
কখনো মলিন জোছনা, কখনো আলোর হাতছানি
জীবনের রঙে রঙ্গিন
কখনো উদ্ধত হাসি,অঘাত ভালোবাসাবাসি
কখনো হিংস্রতা, শত্রুতা, দুইহাতে সঙ্গিন।
এইভাবে কেটে যায় কাল মহাকাল
কেউ পাঁক ভালোবাসে,কেউ দুইহাতে সরায় জঞ্জাল।