কবি ভাগ
======
নানা ভাগে ভাগ হয়ে আছে কবি
কবিদের দল উপদল
এখানে প্রেম নেই, কবিতা নেই
শুধু একটুকু সুখ-জীবন কামনায়
কবিদের অন্তরে ক্রমশ বাড়ছে কোন্দল।

পৃথিবী ভাগ
========
কাত হয়ে গেছে পৃথিবী গ্রহ
মনুষ্যত্ব হারিয়ে পশুত্ব বরন করেছে মানুষ
যুদ্ধ যুদ্ধ খেলা আর নানান ষড়যন্ত্রের বাঘগুটি চালে
কোনো দেশ উড়বে হাওয়ায়, কোনো দেশ যাবে রসাতলে।

আশা ভাগ
=======
দেশ ডুবে আছে বিষণ্ণতায়
তবু মাঝে মাঝে জাগে প্রেম, জেগে ওঠে আশা
হয়তো ফুরিয়ে যাবো, দেখেও যাবো
পূবের জানলায় আলো, কেটে গেছে অমানিশা।