একুশ নিয়ে কোন লেখা আর লিখি না এখন
একুশের চেতনাটা নাই কারো মনে
একুশ চলে গেছে, নিভে গেছে ইতিহাস, মুছে গেছে
রক্তে ভেজা অক্ষর আমার

স্মৃতির মিনার ভেঙে করো, করো আহলাদ
ভাষার দাবীটা বুঝি, ছিলো বেমানান
আজ তাই ফুল নয়, হাতুড়ি শাবলে দাপাচ্ছে সময়

একুশ নিয়ে লিখবো কেন আর?
মা নেই, মুক আমি- মানুষের কোলাহল মাঠে
রুয়েছি বধির বীজ
ভাষাহীন চোখের আগুন নিভাবো কয়েদি জলে।