এখন আর ভাল্ লাগেনা কারো জন্যে অপেক্ষার
আসলেই বেমানান মানুষ আমি
আমার তো কেউ ছিলো না কখনো,
নিকট কিংবা দূরের
কার জন্য অপেক্ষা করি এই নির্জন রাত্রির গুহায়?
আমিতো কখনো কারো আপন নই
কখনো ছুঁয়ে যেতে পারিনি কোনো অমিয় আলো
একাকীত্ব অথবা নিঃসঙ্গতাই আপন আমার।
জীবনের চোরাবালিতে খাবি খেতে খেতে
পোড় খাওয়া আমি এক বেঁচে থাকা স্বাপ্নিক অবয়ব
হৃদয় গভীরে এঁকেছি মেঘের জলছাপ
রৌদ্রের খেয়া
এঁকেছি আশ্চর্য এক বোধ, বোধের বহ্নিশিখা
এঁকেছি স্বপ্নের কাছে স্বপ্নের দেয়া নেয়া।
সত্যিই এখন আর ভাল্ লাগেনা অপেক্ষা
ভাল্ লাগেনা পোড়াতে হৃদয়
কেউ কখনো ছিলো না আমার অথবা আপন
স্বপ্নের কাছেই না হয় কাটিয়ে দেই অনন্ত সময়।
___________________________________________