সওয়ার
========

ভুল ভেবেছি
সে ভুল ভাঙলো না আর
কে বলেছিল তোমাকে হতে
আমার এ ভাঙা জীবনের দুঃখের সওয়ার।

না দেখা
=========

দুঃস্বপ্নেও নাকি ভালোবাসা হয়
হয় আদি অন্তহীন জানাজানি
কই, এলে না তো!
দেখলেও না, কেমন থাকলো
এ সংসারের কয়টা প্রাণী

ভুলেও
=======

বড় পাষাণ হৃদয়ের মানুষ তুমি
তবু হাতড়ে দেখি অশ্রুর নদী
যদিও আসবে না জানি
ভুলেও একবার আসতে যদি।

জীবনের দৌঁড়
============

কাগজ কলমে কত চিঠি লিখি রোজ
তবুও তুমি কখনো নাওনি খোঁজ
জীবন দৌঁড়ে তুমি আগে আমি পিছে
মরা জোছনায় সত্যটা আজ মিছে।
★★★★★★★★★★★★★★★★