১||
ভাগ করে দিয়েছি সব
যতসব অনুভব, বাকী কিছু রাখিনি আর
এ জীবনে কী পেলাম, কী পেলাম না
ভাবনা কিছু নেই আজ তার।

২||
সময়ই বলে দেয় মনের ভেতর
কখন বয়ে চলে প্রেমের জোয়ার
কখন নামে কালো অন্ধকার
কখনই বা রোদ্দুর আলোর সওয়ার।

৩||
রাষ্ট্র রাজনীতি ক্ষমতার মসনদ
কামনার হলেও আমার তোমার
ছেঁড়ে সে যাবেই অন্য ঘরে
পৃথিবীতে এটাই চরম সত্য জেনো
চিরকাল থাকেনা একান্ত ক'রে