ভি আইপি চলে তাইতো তাদের রকম সকম ঢের
যাত্রার পথে বস্তিকে দেয় কালো কাপড়ের ঘের

ঢাকুক বস্তি কালো কাপড়ে তাতে আমাদের কী?
খাক ওরা বসে সোনার পেলেটে অমৃত আর ঘি

ভোটের বাজারে সবাই মানুষ, অন্য সময় ঝাল
চিরকাল  আমরা ও'দের কাছে অচ্ছুৎ বালছাল।