আমি এখন তোমার দলে নাই
টাকা পয়সা নাই আমার তাই উড়াই কেবল ছাই
ফেব্রুয়ারী এলেই পরে কাব্য কথায় ঠোকর মারে
বই একখানা ছাপিয়ে দিয়ে প্রচুর টাকা গচ্চা মারে
অমন সাধ আর নাই
টাকা পয়সা নাই আমার তাই উড়াই কেবল ছাই।
আমি তো ভাই অন্য দলের লোক
যেই দলেতে কইছে ভালো লইছে জ্ঞানের আলোক
যেই দলেতে কাব্য কথায় যথাতথা বিলাচ্ছে ফুল ফল
রাষ্ট্রনীতি সমাজনীতি প্রকৃতি প্রেম আকাশ বায়ু মাটি এবং জল
মেঘলা দিন আর জ্যোৎস্না রাত আঁধার কাটা মন
যেই দলেতে হতাশা নয়, আশার বানী শুনায় সারাক্ষণ।
আমি তো ভাই এই দলেরই লোক
আনন্দেতে থাকছি মেতে শোকের সময় শোক।