প্রতিটা আঘাতের প্রত্যাঘাত যেমন আছে
ভালোবাসারও প্রতিদান
বিকেল হলে যেমন সন্ধ্যা ঘনিয়ে আসে
ভোর হলে তেমনি প্লাবিত হয় আলো
জীবনও তেমনি কখনো রৌদ্রজ্জ্বল
কখনো ঘোর অন্ধকার অথবা কালো।
প্রত্যাশার বাঁধ ভেঙ্গে স্বপ্নকে এগোতে
যে সত্যের হাতকে ছুঁয়ে যায়
ধৈর্য, নিষ্ঠা, মেধা আর শ্রম
মানুষ তাকে দূরে ঠেলে অবাধ্য লিপ্সায়
হতে চায় মহান সম্পদশালী সংক্ষিপ্ত রাস্তায়।
হায় মানুষ! মানব ধর্মকে ভুলে
বাড়াচ্ছো হাত নিত্য নতুন, নরকের উপকূলে।