অদ্ভুত মেলা এক চলছে বাংলাদেশে
সাজানো গোছানো মেলা চলছে তো চলছেই
মানুষ ভাবছে এক, হচ্ছে আর এক
কলাবতী নদীতে কেউ আর এখন করে না স্নান
মাঝিরা বায় না নাও
জলের স্রোতও আর বয় না এদিক সেদিক
উজানে বেঁধেছে ঘর স্বদেশপ্রেমিক।

পুষেছে অনেক মরুদেশ ,
আক্রান্ত হলো কী অবশেষে সবুজ শ্যামল স্বদেশ?
অবাক তাকিয়ে দেখি, এ নয় বাংলা আমার
পুড়ছে অতীত বর্তমান আগামী পুড়ে পুড়ে হচ্ছে ছারখার।

নদীর ঘাটের মতো জলছুঁয়ে চলে গেছে অবাক সকাল
রাত্রির ঘনঘোর অন্ধকার সাথে করে নিয়ে
আঠারো কোটি মানুষ আজ হেঁটে চলে দিকভ্রান্ত পথে
কে দেখাবে সত্যের দিশা?
কোথায় এমন এক কমরেড বসে আছে?
নিকট অথবা কাছে
কাটাবে যে ঘনঘোর অমানিশা!