শব্দ দাশ,শব্দ বুনি হাজার জনম নিত্য নব ছন্দ প্রকরণে
জনমের তৃষ্ণা নিয়ে বুকে, শব্দ বাক্য কলস্বরে
আঁকি রোজ প্রকৃতি প্রতিমা আর
ভাবি, ছন্দের বন্দিত্ব হতে যদি হয় আমার উদ্ধার।

যাপিত জীবনটাই ছন্দময় কবিতায় ঠাসা
প্রতীক্ষার প্রহর ধরে একাকীত্বের এক নিরালা ঘরে
ক্লান্তির চোখ তবু জেগে থাকে প্রগাঢ় অন্ধকারে
বুননের সাথে চলে দুর্বার ভালোবাসা।

শব্দ খুঁজি প্রতিক্ষণ, সাজাই ছন্দ প্রকরণে
অশ্রুকণা জেগে থাকে, জাগি একান্ত সন্তরণে।