দ্বিধা ভরা বিকেল, তুমি একবার তাকে বলে দিও
তাকে বলে দিও ভালো নেই কেউ
গাঁয়ের মেঠোপথ, শহর, অলিগলি, এই দেশ- নদী, গাছ ফুল, পাখি ভালো নেই
ভালো নেই মন, মনের মানুষ।  

প্রসন্ন দুপুর, তুমি তাকে বলে দিও
সত্যিই এখানে ভালো নেই কেউ
আকাশে দুস্তর মেঘ
ঈশান কোণে জমে আছে বায়বীয় ক্রোধ
বিষাদের সকরুণ সুর
তাকে বলে দিও
এ বছর নামলেও দারুণ আষাঢ়,
অঝোরে ঝরলেও মায়াবী আকাশ
ডাকেনি বর্ষার ডাহুক
মেলেনি ময়ূর পেখম
নবান্নে আসেনি কাঙ্ক্ষিত শ্রমের ফসল

পরাজিত দিবসের শেষ, তুমি তাকে বলে দিও
রাতের জোনাকি যেমন করে আলো জ্বেলে
উড়ে উড়ে সৃষ্টি করে পথ
যেমন করে নক্ষত্র দেখে দিশা খোঁজে ভ্রমের নাবিক
যেমন করে প্রতীক্ষা শেষে ফর্সা হয় পূবের আকাশ
এ দেশ, এ মাটি, এ চরাচরের শ্রমের রাখাল
তুলে নেবে মৃন্ময় ফুল, ফোটাবে আলোর ইস্কুল।

সুস্মিত সকাল, তুমি তাকে বলে দিও
ভালো না থাকলেও
আশা নিয়ে বেঁচে থাকে গাঁ, গাঁয়ের চাষা,
বেঁচে থাকে  ফুল পাখি, শুকিয়ে যাওয়া নদী, ব্যর্থ শূন্য হতভাগ্য প্রেমিক, এই দেশ আর কবিতার কবি।